সিলেট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহমাদ সেলিম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৪, ৪:০৩:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম। ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ মো. রেনু পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ায় আহমাদ সেলিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেনু সোমবার সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করবেন। আগামী ৬ ফেব্রæয়ারি তার দেশে ফেরার কথা।
এদিকে, শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে আহমাদ সেলিম ক্লাব সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।