সিলেটে বিপিএল-এর টিকেট বিক্রি শুরু ২৪ জানুয়ারি থেকে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৪, ১:৩৮:২৭ অপরাহ্ন
ডাক ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং বডির ব্যবস্থাপনায় ২০২৪ সনের ১০ম আসরের বিপিএল টি-২০ (সিলেট ভেন্যু)-এর ম্যাচসমূহ আগামী ২৬ জানুয়ারী হতে ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ আসরের বিপিএল টি-২০ (সিলেট ভেন্যু)-এর ম্যাচসমূহের টিকিটের হার ও টিকিট প্রাপ্তিস্থান সর্বস্তরের জনসাধারণের জ্ঞাতার্থে অবহিত করা হয়েছে।
টিকিট মূল্য :
গ্র্যান্ড স্ট্যান্ড : ২,৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা -প্রতি টিকিট)
ক্লাব হাউস : ৮০০/- (আটশত টাকা-প্রতি টিকিট)
ইস্টার্ন গ্যালারী : ৪০০/- (চারশত টাকা-প্রতি টিকিট)
ওয়েস্টার্ন গ্যালারী : ২০০/- (দুইশত টাকা-প্রতি টিকিট)
গ্রীণ হিল এরিয়া : ২০০/-(দুইশত টাকা-প্রতি টিকিট)
টিকিট বিক্রয় স্থান :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মেইন গেইট সংলগ্ন লাক্কাতুরা টিকিট কাউন্টার, লাক্কাতুরা, সিলেট এবংসিলেট জেলা স্টেডিয়াম মেইন গেইট সংলগ্ন টিকিট কাউন্টার, রিকাবীবাজার, সিলেট।
টিকিট বিক্রি শুরু : ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ হতে ।
টিকিট বিক্রয়ের সময়কাল : সকাল সাড়ে ৯টা হতে রাত ৮ টা পর্যন্ত , প্রতি ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট বিক্রি করা হবে।
অনলাইনে টিকিট বিক্রয় : অনলাইনে ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ হতে টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনের টিকিট সংগ্রহের স্থান ও সময় : সিলেট জেলা স্টেডিয়াম মেইন গেইট সংলগ্ন টিকিট কাউন্টার, রিকাবীবাজার, সিলেট। সকাল সাড়ে ৯টা হতে রাত ৮ টা পর্যন্ত (ম্যাচের আগের দিন)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য ও কাউন্সিলর, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।