বিয়ে থেকে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৪, ৫:৪৮:৪৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। কোম্পানীগঞ্জের গৌরিনগর এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন তারা।
গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার মাহির (২০) সিলেট নগরীর বাদামবাগিচা আবাসিক এলাকার শফিকুর রহমানের পুত্র। আহত রবিন মিয়া (১৮) একই এলাকার হাজী রফিক মিয়ার পুত্র।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক সুরঞ্জিত তালুকদার জানান, মাহির ও রবিন কোম্পানীগঞ্জের গৌরিনগর থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে রাত পৌনে ৯টায় খাগাইল এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় আরেকটি ট্রাক এসে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মাহির মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।