‘সিলেট আমাদের হোম, কিন্তু এবার পারছি না’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:০৫:০৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : গতবছরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স বিপিএলের চলতি আসরেও ভালো করবে, এমনটাই প্রত্যাশাই ছিল সবার। কিন্তু হচ্ছে তার ঠিক উল্টো।
এবারের আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবকটিতেই মুখ থুবড়ে পড়েছে মাশরাফি বিন মর্তুজার দল। সবশেষ সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে হারতে হয়েছে।
ম্যাচ হারের পর অবশ্য দলের ব্যাটিং ইউনিটকে দুষছেন জাকির হাসান। সিলেটের এই ব্যাটার আজ করেছেন ৩১ রান। সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘কিছুটা বলতে পারেন (কোনো কিছু কাজে লাগছে না)। ব্যাটিংয়ে আমরা ভালো স্কোর দিতে পারিনি। আজকের ম্যাচে বোলাররা ভালো বল করেছিল কিন্তু আমরা ওটা চেজও করতে পারিনি। হয়ত দ্রুত উইকেট যাওয়ার কারণে আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। তবে এখনও ফিরতে পারি, অপশন আছে। সামনের ম্যাচ থেকে কামব্যাক করতে পারব।’
জাকিরের ভাষ্য, হারতে থাকলে সেরা এগারো জন খেলোয়াড় ঠিক করাই কঠিন হয়ে দাঁড়ায়, ‘কিছুটা বলতে পারেন। এরকম যখন হারতে থাকেন তখন বেস্ট ইলেভেন সেট করা কঠিন। তবুও আমরা চেষ্টা করছি সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার। দেখি সামনের ম্যাচে কি হয়।’
গত বছর নিজেদের হোম গ্রাউন্ডে ভালো করেছিল সিলেট। তবে এবার দুটি ম্যাচ খেলে দুটিতেই পরাজয়ের মুখ দেখল দলটি। জাকির বলেন, ‘আসলে হার তো সবসময়ই কষ্টের, হার কখনই সুখের না। সিলেট আমাদের হোম, গতবার ভালো করেছিলাম এখানে। কিন্তু এবার পারছি না। চেষ্টা করছি ফাইট ব্যাক করতে।’