সিলেট বিভাগের সেরা কলেজের পুরস্কার পেল এমসি কলেজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ৯:৩৪:০৩ অপরাহ্ন

এমসি কলেজ প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেট বিভাগের মধ্যে সেরা কলেজের পুরস্কার পেয়েছে মুরারিচাঁদ (এমসি) কলেজ।
গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের হাতে এই কলেজ র্যাংকিং পুরস্কার তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. মশিউর রহমান।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর স্থপতি প্রফেসর ড. নিজাম উদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার প্রমুখ।
অনুভূতি জানিয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমার শিক্ষার্থীরা যদি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে, পড়াশোনায় ভালো করে, তাহলে ইনশাআল্লাহ আমরা দেশসেরা হবো এবং এটা অসম্ভব কিছু না।
উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সিলেট বিভাগে মুরারিচাঁদ কলেজ সেরা নির্বাচিত হওয়ায় এই পুরস্কার পেয়েছে। বিগত ৪ বছর এই পুরস্কার দেওয়া হয়নি।