গোয়াইনঘাটের প্রবীণ শিক্ষাবিদ মাস্টার আব্দুল মান্নান আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৪, ৯:৫০:২২ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : উত্তর সিলেটের অন্যতম শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, ঐতিহ্যবাহী পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক, পিয়াইনগুল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পশ্চিম গোয়াইনঘাট দাখিল মাদ্রাসা ও গোয়াইনঘাট দাখিল মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বহর জামে মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান গত সোমবার সকাল ১১টায় সিলেট নগরীর নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব গোয়াইনঘাট উপজেলার সালুটিকরস্থ বহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। দাফনপূর্ব মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, ডাঃ আব্দুল কাইয়ুম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, নন্দীরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, সাংবাদিক আবুল হোসেন, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসাইন, শিক্ষাবিদ ও সমাজসেবী ডাঃ মুন্তাজিম আলী, আব্দুল মালিক, মনজুর আহমদ, সাংবাদিক আমির উদ্দিন, ব্যবসায়ী ইব্রাহিম খলিল প্রমুখ।