ছাতকের কৈতকে এমপি মানিক সম্বর্ধিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭:২৮ অপরাহ্ন
ছাতক ও জাউয়া থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কৈতক অষ্টগ্রামবাসীর উদ্যোগে ছাতক-দোয়ারাবাজার আসনে পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে কৈতক গ্রামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক নোমান বখত পলিন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, জনগণের ভালোবাসা নিয়ে ৫ম বারের মত তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনগণের কল্যাণে তার জীবন উৎসর্গ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট রাজউদ্দিন, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট চান মিয়া, জেলা বারের বর্তমান সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিশংকর ভৌমিক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, সাবেক চেয়ারম্যান কদর মিয়া, কানাডা প্রবাসী আমজাদ আলী, ইউপি সদস্য নুনু মিয়া, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম মকু, রতন কুমার দেব প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।