ওসমানীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৫:৫৩ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগরে ইকবাল হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের কাবাড়িপাড়া গ্রামের আলখাছ মিয়ার পুত্র। গতকাল রোববার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন গত শনিবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে একটি কল আসার পর বাড়ি থেকে বের হন। রাতে সে আর বাড়ি ফিরেনি। গতকাল রোববার সকাল ৮ টার দিকে তার পিতা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেন, তার পুত্রের লাশ গাছে ঝুলছে।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে। ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফুজ্জামান, ওসি রাশেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৃত ইকবালের পিতা আলখাছ মিয়া জানান, তার ছেলে গত শনিবার রাত ৮টায় কার ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। রাতে আর বাড়ি আসেনি। পরদিন সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি গাছের সাথে ছেলের ঝুলন্ত লাশ। আমার ছেলে আত্মহত্যা করছে বলে বিশ্বাস হচ্ছে না।
ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।