ছয় মেরে জয় পেল সিলেট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১:৫৮:২২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ছক্কা হাঁকিয়ে ছয় বল বাকি থাকতেই সিলেট স্ট্রাইকার্সকে পাঁচ উইকেটে জেতালেন বেনি হাওয়েল। ষষ্ঠ উইকেটে রায়ান বার্লের (২৯*) সঙ্গে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি গড়ে ম্যাচ বের করে নিলেন হাওয়েল (৩০*)।
বুধবার মিরপুরে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে তাসকিন আহমেদের দুর্দান্ত ঢাকা আট উইকেটে ১২৪ রানের বেশি করতে পারেনি।
সিলেট স্ট্রাইকার্স জবাবে ১২৯ রান করে পাঁচ উইকেটে। আট ম্যাচে সিলেটের এটি দ্বিতীয় জয়। চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। ষষ্ঠ হারে সপ্তম স্থানে ঢাকা।