সিলেটে চালু হলো গ্র্যান্ড সিলেট হসপিটালিটি ও টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১৭:৩৯ অপরাহ্ন
গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট সিলেটে প্রথমবারের মতো চালু করলো দক্ষ মানব সম্পদ গড়ার প্রতিষ্ঠান গ্র্যান্ড সিলেট হসপিটালিটি ও টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। গতকাল রোববার বিকেলে রিসোর্টের হলরুমে প্রতিষ্ঠানের লোগো উন্মোচন করা হয়।
লোগো উন্মোচন করেন গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জিএসএইচটিটিআই এর উপদেষ্টা সুব্রত ব্যানার্জি, গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর ফখরুদ্দিন রাজি, চেয়ারম্যান আলী মো. জাকারিয়া।
ডিজিটাল মার্কেটিং এন্ড কমিউনিকেশন ম্যানেজার কামরুন্নেসা সিদ্দিকী’র উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্র্যান্ড সিলেট হসপিটালিটি ও টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ নওশাদ বিন ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্র্যান্ড সিলেট হসপিটালিটি অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশন শিক্ষার্থীদের মানবিক দক্ষতার সাথে ব্যবহারিক দক্ষতা বিকাশের জন্য একটি অনন্য সুবিধা প্রদান করতে প্রস্তুত। প্রতিটি বিভাগের জন্য ডেডিকেটেড ল্যাবে হাতে-কলমে শেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। আর শিক্ষার্থীদের ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য আলাদা ইংরেজি ক্লাস করানো হবে, যা শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ভাষাগত যোগাযোগ সুবিধা নিশ্চিত করবে।
প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হল-এর নিজস্ব পাঁচ তারকা মানের হোটেলের অভ্যন্তরে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান, যা শিক্ষার্থীদের বাস্তবধর্মী অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়াও, মেধাবীদের জন্য হোটেলের মধ্যে চাকরির সুযোগ থাকবে।
জানা গেছে, বর্তমানে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউসকিপিং এবং লন্ড্রি, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কমার্শিয়াল কুকারি) এবং বেকারি অ্যান্ড পেস্ট্রিতে কোর্স চালু করবে এবং শিগগির প্রতিষ্ঠানটি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এইচভিএসি সম্পর্কিত কোর্সগুলোও নিয়ে আসবে।-বিজ্ঞপ্তি