সৌদিতে ফ্যাকাল্টি সেরা স্টুডেন্ট হল সিলেটের মোমতাজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫৭:১২ অপরাহ্ন
সকল বিদেশি স্টুডেন্টের মধ্যে ফ্যাকাল্টি সেরা স্টুডেন্ট ‘তারকা’ হিসেবে নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের মোমতাজুল ইসলাম চৌধুরী। মোমতাজুল ইসলাম চৌধুরী সৌদি আরবের কিং আব্দুল আজীজ বিশ্ববিদ্যালয়ে মাহাদুল লুগাতিল আরাবিয়্যা ডিপার্টমেন্টে অধ্যয়ন করছেন। সেখানে প্রায় ৭৪টি দেশের স্টুডেন্ট পড়াশোনা করেন।
প্রতি বছর প্রতিটি ফ্যাকাল্টি থেকে ফ্যাকাল্টি সেরা হিসেবে মাত্র একজনকে ‘স্টার’ তথা ‘তারকা’ হিসেবে নির্বাচিত করা হয়। গত ১৩ ডিসেম্বর মোমতাজকে ডিপার্টমেন্ট সেরা রেজাল্ট এবং অন্যান্য সবকিছুর উপর ভিত্তি করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পেইজে টুইট করে আগামী ১ বছরের জন্য ‘তারকা’ হিসেবে মনোনীত করেছেন।
মোমতাজ জানান, তার ডিপার্টমেন্টে শুধু বিদেশি স্টুডেন্টরাই পড়াশোনা করে। বাংলাদেশি ছাত্র হিসেবে এমন রেকর্ড এই প্রথম। হারামাইন শরীফাইনের দেশ সৌদি আরবের কিং আব্দুল আজীজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাওয়াটাই ছিলো অনেক কঠিন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্টদের মধ্যে ফ্যাকাল্টির সেরা হিসেবে ‘তারকা’ নির্বাচিত হওয়া আমার জন্য পরম সৌভাগ্যের। তিনি সকলের দোয়া প্রত্যাশী।-বিজ্ঞপ্তি