সিলেটে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১:১২:১২ অপরাহ্ন

ডাক ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন কার্যালয় শ্রীরামপুরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে হাইওয়ে পুলিশ কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হাইওয়ে পুলিশ ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট রিজিয়ন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ্র সভাপতিত্বে ও শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার শেখ মাসুদ করিম।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, কাউন্সিলর ফখরুল ইসলাম, কাউন্সিলর মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ ও ইছরাব আলী হাই স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ নিজাম উদ্দিন, লতিফা শফি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম খান, সিরাজ উদ্দিন আহমদ একাডেমির প্রিন্সিপাল বেলাল আহমদ, সমাজসেবী ও রাজনীতিবিদ শাহ আলী রাজা, শাহ আহমেদুর রব, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, ট্রাক পিকআপ কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সভাপতি দিলু মিয়া, কার্যকরী কমিটির সভাপতি আব্দুস ছালাম, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল আহমদ, সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাংক লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর উদ্দিন মিয়া, সাংবাদিক মোহামদ সিরাজুল ইসলাম ও সুজাত আহমদ, আব্দুল হাছিব, শাইস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির, সাতগাঁও হাইওয়ে থানার আহাম্মদ শরীফ, পুলিশ পরিদর্শক সোহেল রানা, ইউনুস আলী, জাহিদ হাসান, আব্দুল কবির, ইব্রাহিম আহমদ, মোঃ রফিকুল নুর, কামাল হোসেন, রুহুল আমিন, শ্যামলি পরিবহনের ম্যানেজার মোঃ সুরুজ হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ্ বলেন, প্রথমবারের মতো হাইওয়ের পুলিশের সেবা সপ্তাহ চালু করা করেছে। সেবা সপ্তাহে ছাত্রছাত্রীদের সচেতনতা, রাস্তা পারাপার সংক্রান্ত প্রচারণা, বাস ট্রাক টার্মিনালে সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ, মাইকিং, অবৈধ দোকানপাট উচ্ছেদ, প্রসিকিউশন দাখিল, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং সভা, হেলমেট পরিধান, হ্যালো এইচপি ক্যাম্পিং, ভ্রাম্যমাণ প্রদর্শনী, নাটক প্রদর্শনী, শ্রমিক সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ সকল কর্মসূচি বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা চান। তিনি হাইওয়ে পুলিশের সারা বছরের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন।