নদীপথে চাঁদাবাজি চলবে না : এমপি রনজিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩০:৩৮ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ‘তাহিরপুর সীমান্ত এলাকায় চোরাচালান এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে ও নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্টরা কঠোর অবস্থানে থাকবেন। এসব বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।
তাহিরপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক প্রমুখ ।