আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২:৪৯:৫৬ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৪ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি।
কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিক এর সভাপতিত্বে ও প্রভাষক আকবর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের গভর্নিং বডির সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এডভোকেট রাজ উদ্দিন (জিপি), সিনিয়র সাংবাদিক তাপস পুরকায়স্থ, ভাইস চেয়ারম্যান আবু শাহদাত মোহাম্মদ লাহিন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকতা পুলিন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনি শংকর ভৌমিক, ছাতক প্রেসক্লাবের সহসভাপতি বদর উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা ফারুক সরকুম, মোঃ সমছুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম, সাবেক ছাত্রনেতা দিলোয়ার হোসেন চয়ন, আবু হানিফা সায়মন, কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রমেন্দু বিকাশ দে, অধ্যাপক শামসুন নাহার বেগম (বাংলা), অধ্যাপক তৈমুছ আলী,অধ্যাপক বরুণ কুমার চৌধুরী, অধ্যাপক শাহ শফিকুল আলম,অধ্যাপক রতিলাল রায়,অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক জান্নাত আরা খান, অধ্যাপক কৃপাসিন্ধু দাস,অধ্যাপক নিখিল রঞ্জন দাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জামিল আহমদ ও পবিত্র গীতাপাঠ করেন সৃষ্টি মালাকার। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।