‘বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১৯:২৩ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনি হাওরের বেশক’টি ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রণজিত চন্দ্র সরকার। তিনি গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত শনি হাওরের সাহেব নগর ফসল রক্ষা বাঁধ ও নোয়ানগর গ্রামের সম্মুখের বাঁধগুলো পরিদর্শন করেন।
এসময় এমপি রণজিত সরকার নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। সেই সাথে বাঁধের কাজে পিআইসি’র দায়িত্বে থাকা সংশ্লষ্ট সদস্যদেরকে বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম না করার পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক প্রমুখ।