সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ বিএনপি
‘ফসলরক্ষা বাঁধে অনিয়মের দায় সরকারকে নিতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২:১৪:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জ সংবাদাতা:সুনামগঞ্জের কৃষকদের বোরো ফসল ঘরে তোলা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানিয়েছে বিএনপি। তাদের দাবি সরকারের দায়িত্বশীল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হাওররক্ষা বাঁধ নির্মাণের মনগড়া তথ্য দিচ্ছে। পাউবো হাওরে ৬৯ শতাংশ কাজ হয়েছে দাবি করলেও বাস্তবে বাঁধের কাজ ২৫ থেকে ৩০ শতাংশ হয়েছে। জেলার অধিকাংশ ক্লোজারে (ভাঙন) এখনও কাজ হয়নি। কিছু বাঁধের কাজ সময় পাড় করে এখন কেবল সবেমাত্র শুরু হয়েছে। স্লোভ এবং দুরমুজের কাজও হয়নি। অনেক ক্লোজারে বাঁশ, বস্তা, চাটাই লাগানো হয়নি।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির পুরাতন বাসস্ট্যান্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্যে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ফসল রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণে ব্যত্যয় ঘটলে কৃষকদের সাথে নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপি কঠোর কর্মসূচি নিয়ে রাজপথের আন্দোলনে নামবে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, আনিসুল হক, সেলিম উদ্দিন আহমদ, আনছার উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, দলীয় নেতা অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শহরে লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। শহরের পুরাতন বাসস্ট্যাশন থেকে আলফাত স্কয়ার পর্যন্ত দোকানী ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়।