সিলেটে এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউটের যাত্রা শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৪৪:১৯ অপরাহ্ন

ডাক ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামের পর সিলেটেও কার্যক্রম শুরু করলো দেশের ট্রাভেল ও ট্যুরিজম ট্রেডের প্রতিষ্ঠান এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট। গতকাল শুক্রবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ইন্সটিটিউটের ৩য় ব্রাঞ্চের যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়। সিলেট নগরীর শাহজালাল উপশহরে (৪/এ, ব্লক-সি) ইন্সটিটিউটটির অবস্থান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনোগ্লোব টেকনোলজিস লিমিটেডের হেড অফ বিজনেস সেলিম আল রাজি এইচ বি এভিয়েশনকে সিলেটে ব্রাঞ্চ শুরু করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সিলেটে এ ধরনের উদ্যোগ আগে ছিলোনা। এখন এই ইন্সটিটিউটের মাধ্যমে তরুণরা সঠিক ট্রেনিং গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট এর ফাউন্ডার এন্ড চেয়ারম্যান যাকি এস বারী, সেইবার বাংলাদেশের সিলেট জোনের সেলস ম্যানেজার ফরহাদ আহমেদ, ট্রাভেলপোর্ট বাংলাদেশের সিলেট জোনের এসিস্ট্যান্ট ম্যানেজার এমদাদুর রহমান, বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তাসহ এইচ বি এভিয়েশনের সিলেট ব্রাঞ্চে এডমিশন নেয়া প্রথম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
কি-নোট উপস্থাপনের সময় এইচ বি এভিয়েশনের ফাউন্ডার এন্ড চেয়ারম্যান যাকি এস বারী বলেন, এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার গত ৬ বছর ধরে এভিয়েশন ও ট্রাভেল এন্ড ট্যুরিজম সেক্টরে উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরী করে চলেছে। একই সাথে ট্রেনিং শেষে শিক্ষার্থীদের চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও পূর্ণাঙ্গ সহযোগিতা করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিগণ তাদের বক্তব্যে এইচ বি এভিয়েশন এর তরুণ ও শিক্ষার্থীদের জন্য গ্রহণ করা বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ এর ভূয়সী প্রশংসা করেন। তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ঢাকা এবং চট্টগ্রামের পর সিলেটে যাত্রা শুরু করা এই ইন্সটিটিউটে রয়েছে পাঠদানের যাবতীয় আধুনিক উপকরণ। সিলেটের এভিয়েশন ইন্ডাস্ট্রির সুপরিচিত ব্যক্তিত্বরা এখানে শিক্ষা প্রদান কার্যক্রমে নিয়মিতভাবে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, এইচ বি এভিয়েশন ২০১৮ সাল থেকে এয়ার টিকেটিং প্রফেশন এর উপর ট্রেনিং প্রদান করে আসছে। এইচ বি এভিয়েশন কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও আইএসও সার্টিফাইড ট্রেনিং ইন্সটিটিউট। এখন পর্যন্ত এই ট্রেনিং ইন্সটিটিউট থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় দেড় হাজার শিক্ষার্থী ট্রেনিং গ্রহণ করে দেশে বিদেশে চাকরি বা ব্যবসা করছেন।