বেইলি রোডে আগুনে পুড়ে মারা গেছেন কুলাউড়ার এডভোকেট শামিম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ১:৩০:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ঢাকার বেইলি রোডের অগ্নিকান্ডে মৌলভীবাজারের কুলাউড়ার কৃতি সন্তান, সুপ্রীম কোর্টের আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, এডভোকেট আতাউর রহমান শামিম আগুনে পুড়ে মারা গেছেন। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শামীম বেইলি রোডের এই ভবনে কফি খেতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান বলে নিশ্চিত করেছে তার পারিবারিক সূত্র।
নিহতের ভাগ্নে তারেক হাসান জানান, এডভোকেট আতাউর রহমান শামিম বেইলি রোডের ভবনটিতে কফি খেতে গিয়েছিলেন। অগ্নিকাণ্ডে সময় অতিরিক্ত গ্যাসের কারণে শ্বাসরোদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও ২০০৮ সালে সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটি সাততলা। এর নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটাই বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। এর মধ্যে নিচতলায় একাধিক কাপড়ের দোকান ও বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের যন্ত্রাংশ বিক্রি হয়। দ্বিতীয় তলা থেকে শুরু করে ওপরের দিকে কাচ্চি ভাই, কেএফসি ও পিৎজা ইনসহ বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে।