ছাতকে এমপি মানিকের ৪টি প্রকল্পের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ১:৫১:৩৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতক দোয়ারার ৭লক্ষ মানুষ একই পরিবারের। প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা থেকে কেউ বাদ পড়বেন না। এসময় তিনি সবার সহযোগিতায় সুষম উন্নয়নের মাধ্যমে এলাকা আলোকিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
গতকাল শনিবার দুপুরে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের এলঙ্গি মডেল হাই স্কুল মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয়ে ১কোটি ৮লক্ষ টাকা ব্যয়ে একাডেমিক নতুন ভবনসহ মোট ৪টি প্রকল্পের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি ইউনিয়নের কাঞ্চনপুরে ১ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন, জালালপুর-হাসনাবাদ বাজার সড়ক (এলঙ্গি) মুরতাখাই খালের উপরে ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ ও সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কদ্দুস সড়কের জালালপুর-কাঞ্চনপুর বাজার পর্যন্ত ৩ কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি এলাকার উন্নয়নে নানা বিষয় তুলে ধরেন। এলঙ্গি মডেল হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি ও খুরমা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ময়না মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলা যুবলীগের সভাপতি ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিলাল আহমদ।
ছাত্রলীগ নেতা জাহির উদ্দীন মিলন ও মেম্বার ছালিক আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলার সহকারী প্রকৌশলী (শিক্ষা) পারভেজ ইষেন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, খুরমা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামছুর রহমান, সিলেট জজ কোর্টের এপিপি মাছুম আহমদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, যুবলীগ নেতা নিয়ামত আলী, বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিয়া বেগম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, চেয়ারম্যান সুন্দর আলী, চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ নেতা আফজল হোসাইন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন, যুবলীগ নেতা রইছ আলী, সাবেক ছাত্রলীগ নেতা চয়ন আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহফুজ বাবলু, যুবলীগ নেতা পাবেল আহমদ, যুবনেতা ইমান আলী, ছাইফুল আলম, ছাত্রলীগ নেতা জাকির হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম।