শাবিতে ব্যতিক্রমী আয়োজনে জাতীয় পতাকা দিবস পালন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ২:০০:৩৯ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : জাতীয় পতাকা দিবস উপলক্ষে হাতের ছাপে জাতীয় পতাকা বিনির্মাণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সাদা কাপড়ের উপর লাল সবুজের হাতের ছাপের মাধ্যমে তারা এ আয়োজন করে।
গতকাল শনিবার সকাল থেকে লাল ও সবুজ রং মাখানো হাতে সাদা কাপড়ে ছাপ দেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কবীর হোসেন।
ছাপ দেয়া শেষে শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, এমন ব্যতিক্রমী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একই সঙ্গে আমাদের জাতীয় পতাকার যাতে কোনোভাবেই অবমাননা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ পতাকার সঙ্গে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস জড়িয়ে আছে। জাতীয় পতাকাটি পরবর্তীতে সেন্ট্রাল লাইব্রেরি ভবনে টানিয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্বিবদ্যিালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করছিলেন ছাত্রনেতা আ.স.ম. আব্দুর রব। এরপর থেকে এ দিনটি জাতীয় পতাকা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।