সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ আবু জাফরকে বিদায়ী সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৪, ৫:৫৫:৩৭ অপরাহ্ন
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান’র অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপি।
মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলানা হাফিজ শফিকুল ইসলাম ও সহকারি শিক্ষক মাওলানা শামিম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী, স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. রইছ উদ্দিন, সুনামগঞ্জ জেলার শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সিলেট জেলার শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, ফতেহপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামছুদ্দোহা, চান্দাইরপাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছারওয়ারে জাহান, হযরত শাহজালাল দারুস্ সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম, আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্জ নেছার আহমদ, ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন, আলীনুর হোসেন বিপ্ল¬ব (বাংলা), বুরাইয়া কামিল মাদরাসার মুুহাদ্দিস মাওলানা আবুল খয়ের মুহাম্মদ নুমান, প্রভাষক শাহীদুল মুরছালিন, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সুফিনগর দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ নজির আহমদ হেলাল, সৎপুর কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মোস্তফা হোসেন, ইবি প্রধান মাওলানা মুহাম্মদ আলী, লন্ডন প্রবাসী আব্দুল বাছির আল মাছুম, সাহেদ আহমদ, ভূরকী মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক মাওলানা শফিকুর রহমান সিরাজী, ছাতক উত্তর উপজেলা আল ইসলাহ দায়িত্বশীল মাওলানা নাজমুল হক নসিব, কামিল ফিকহ বিভাগের ছাত্র মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
এছাড়া বক্তব্য রাখেন, মাস্টার্স এর ছাত্র আব্দুল ওয়াহাব, অনার্স ৪র্থ বর্ষের ছাত্র জহুর উদ্দিন, ফাযিল ৩য় বর্ষের ছাত্র ও হুসাইনিয়া ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইউসুফ খান, অনার্স ৩য় বর্ষের ছাত্র ও হুসাইনিয়া ছাত্র সংসদের সহ সম্পাদক ইমরান আহমদ, অনার্স ২য় বর্ষের ছাত্র লায়েক আহমদ সোহাগ, আলিম পরীক্ষার্থী ছাত্র রেদওয়ান আহমদ চৌধুরী, আলিম ১ম বর্ষের ছাত্র রোহান আহমদ, দাখিল পরীক্ষার্থী ছাত্র ফিদাউর রহমান মিনহাজ -বিজ্ঞপ্তি