অনাথ শিশুদের স্বাবলম্বী করবে দ্যা গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৪, ৬:১০:২০ অপরাহ্ন
অনাথ শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেয়ার পাশাপাশি তাদের পুরোপুরি স্বাবলম্বী না হওয়া পর্যন্ত দেখাশোনা করতে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রামে স্থাপিত হয়েছে ‘দ্যা গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ’। সেবামূলক সংস্থা কমিউনিটি এগেইনেস্ট পভারটি-ক্যাপ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ‘দ্যা গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ’ শতাধিক অনাথ শিশুকে লেখাপড়ার পাশাপাশি স্বাবলম্বী করে গড়ে তুলবে। ৭ একর ভূমি নিয়ে স্থাপিত প্রতিষ্ঠানটির শিশুদের থাকার জন্য তৈরি করা হয়েছে নান্দনিক আবাসন। নির্মাণ কাজ চলছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, টেকনিক্যাল কলেজ, লাইব্রেরি, খেলার মাঠ ও মসজিদের। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকেই শুরু হবে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম।
গতকাল রোববার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন সাবেক পররাষ্টমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেনসহ অতিথিরা। গতকাল রোববার দুপুরে অনাথ শিক্ষার্থীদের জন্য নির্মিতব্য কমপ্লেক্সটি ঘুরে দেখেন সাবেক পররাষ্টমন্ত্রী সিলেট-১ আসনের এমপি ড. এ.কে আব্দুল মোমেন। তিনি নির্মাণ কাজ ও পরিকল্পনা দেখে অভিভূত হয়ে পড়েন। দেশের প্রতি ব্রিটিশ কিছু তরুণের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.এ.কে আব্দুল মোমেন বলেন, দারিদ্রমুক্ত দেশ গড়তে অনেক সংগঠন নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছে, এর মধ্যে ক্যাপ ফাউন্ডেশন অন্যতম। ক্যাপ ফাউন্ডেশন দেশের দরিদ্র ও অনগ্রসর মানুষের কল্যাণে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
ক্যাপ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুস সহিদ মুহিতের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. দেলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি তাহমিন আহমদ, পরিচালক ফখরুছ সালেহীন নাহিয়ান, বাংলাদেশ ফিমেইল একাডেমীর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী, ফাউন্ডেশনের সিইও আব্দুল নুর হুমায়ুন, ক্যাপ’র লিগ্যাল এডভাইজার ব্যারিস্টার ময়নুল ইসলাম। প্রসঙ্গত, ২০২০ সালের ২১ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্ফানেজ ভিলেজের ভিত্তিপ্রস্থর করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।-বিজ্ঞপ্তি