গ্রন্থালোচনা
যাপিত জীবনের গল্প
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৪, ১০:৫৩:২৫ অপরাহ্ন
ফায়যুর রাহমান :
চিন্তাশীল মানুষের নানা পর্যবেক্ষণ থাকে। বলার মতো কিছু কথা থাকে। যাপিত জীবনের সুখ-দুঃখের গল্পের আড়ালে সমাজ পরিবর্তনের স্বপ্ন থাকে। প্রেম, প্রকৃতি, আবেগ, দ্রোহ ও মানবিকতার আলাদা বোধ ও বক্তব্য থাকে। বীমা কর্মকর্তা মহিবুল ইসলাম ফারুকের ‘অবসরের ভাবনাবিলাস’ বইটি এমনই। বোধ ও বৌদ্ধিক ভাবনার মলাটবন্দী রূপ। ভাবনার বুদবুদ।
মহিবুল ইসলাম আর্থিক প্রতিষ্ঠানে কর্মজীবনের ভীষণ ব্যস্ততার মধ্যে সমাজমনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছেন জীবনের দাস্তান। ৩৮৪ পৃষ্ঠার এ বইটি তাই হয়ে উঠেছে প্রেম ও দ্রোহের স্ফূরণ। ভালোবাসার আবাহন।
লেখকের ভাষ্যে, ‘যাপিত সময়ের মিথস্ক্রিয়ায় ভালমন্দ অনুভব, ধর্ম ও দর্শন নিয়ে নিজস্ব ভাবনা, জীবনের নানান রঙের টানাপোড়েন, প্রকৃতি-ফুল-পাখি-গাছগাছালি, অমাবস্যার নিরেট আঁধার কিংবা পূর্ণিমার রূপালী প্লাবণ নিয়ে একজন মানুষের নিজস্ব কিছু আবেগ থাকে। সেগুলোই টুকরো অবসরে নোটখাতায় জমা করেছি। কার্যত সেগুলো কোনো মৌলিক রচনা নয়, কিংবা সিরিয়াস গবেষণাও নয়, অনেকটা অনিয়মিত ডায়েরি লেখার মতো; কখনো নিজের ভাবনা, কখনো অন্যের কথার অনুরণন, কখনো নিজের সাথেই নিজের কথা বলা, এককথায় নিছক কিছু বিচ্ছিন্ন ভাবনার বুদবুদ। টুকরো অবসরের ভাবনাবিলাস।’
মহিবুল ইসলাম পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদ সদস্য। নব্বইয়ের গণআন্দোলনে ‘লাঠি গুলি টিয়ারগ্যাস, জবাব দেবে বাংলাদেশ’, ‘একদফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি’ শ্লোগান তুলে রাজপথে নিরলস সৈনিক ছিলেন। ছাত্রজীবন থেকেই টুকটাক লেখালেখির অভ্যাস থাকায় নিজস্ব বর্ণনাভঙ্গি আসে গদ্যে। কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে ফাঁকে সমাজ, রাজনীতি, চলতি ঘটনাপ্রবাহ, প্রেম, প্রকৃতি, জীবনের টানাপোড়েন, প্রতিবাদী ভাবনার স্ফূরণ ঘটে তার রচনায়। তার নিজের ভাষ্যে, ‘মৌলিক কিছু না হোক, শুদ্ধতার মানদন্ডে উত্তীর্ণ না হোক, তবু আমি লিখি। আমার ভাবনাগুলো গলদপূর্ণও হতে পারে। তবুও যদি ভাবনাগুলো পৃথিবীর একজন মানুষের মনে মুহূর্তের জন্যেও কিঞ্চিৎ রেখাপাত করতে পারে, মন্দ কী!’
৩৮৪ পৃষ্ঠার বইটিতে টুকরো টুকরো গদ্যে নানা প্রসঙ্গে তিনি লিখেছেন ২০৫টি স্তবক। পাঠকমাত্রই ভাবিত ও মুগ্ধ হবেন সন্দেহ নাই। বইটি প্রকাশ করেছে জসিম বুক হাউস। মলাটমূল্য রাখা হয়েছে এক হাজার টাকা। পাওয়া যাবে সিলেটের লাইব্রেরিগুলোতে।
লেখক : সাংবাদিক, প্রাবন্ধিক।