মধ্যনগরে মসজিদে জুমার নামাজরত মুসল্লির মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৪, ৫:৪৪:৪০ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজার মার্কাস জামে মসজিদে নামাজরত অবস্থায় মো. জামাল উদ্দীন (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি তাহিরপুর উপজেলার বাগলি সুন্দরবন গ্রামের বাসিন্দা।
গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে মসজিদে জুমার নামাজরত অবস্থায় ঢলে পড়েন তিনি। এসময় কয়েকজন মিলে মসজিদের নিচে নামানোর সময় কালেমা পড়তে পড়তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মারা যাওয়া ব্যক্তি অন্য এলাকার হওয়ায় প্রথম তার পরিচয় সনাক্ত করতে সমস্যা হলেও পরে তার নিকটাত্মীয় আলা উদ্দীন, কোকিল ও তাহের উদ্দীন এসে তাকে শনাক্ত করেন।