হাফেজ বুলবুলের লাশ ৪ দিন পর নদী থেকে উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৪, ৪:৪৮:১২ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : চার দিন ধরে পানিতে থাকলেও লাশ রয়েছে অক্ষত। দুর্গন্ধ বা পচন ও ধরেনি। মাধবপুরে হাফেজ বুলবুল আহমেদ হৃদয় (২০) চার দিন আগে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
গতকাল সোমবার নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান লোকজন। পরে পুলিশসহ স্বজনরা নদী থেকে লাশ উদ্ধার করেন। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর পুত্র।
কিন্তু লাশ ছিল স্বাভাবিক। ছিল না কোন দুর্গন্ধ। একজন পুলিশ অফিসার জানান চাকুরী জীবনে অনেক লাশ উদ্ধার করেছি। একদিন গেলেই লাশের দুর্গন্ধে কাছে যাওয়া কষ্টকর হয়। কিন্তু হাফেজ বুলবুল আহমেদের চার দিনের লাশ ছিল দুর্গন্ধ মুক্ত। এটি একটি অলৌকিক ঘটনা।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বুলবুল আহমেদ হৃদয় মাছ ধরার জন্য বাড়ির পাশে সোনাই নদীতে যান। আর ফিরে আসেননি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে নদীর পাড়ে তার ব্যবহৃত জুতা ও মাছ ধরার সরঞ্জাম খুঁজে পায়। অনেক খোঁজ করে তাকে না পেয়ে রাতে তার বড়ভাই মাধবপুর থানায় একটি জিডি করেন। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত আতিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।