চোরাকারবারী আটক
সিলেটে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৪, ৩:০৩:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে থেমে নেই চোরাকারবারীদের তৎপরতা। আবারও প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার বিকেলে শহরতলীর শাহপরাণ (রহ.) থানার মুরাদপুর পয়েন্টে (সিলেট-তামাবিল বাইপাস) সড়ক থেকে এসব পণ্য জব্দ হয়। এ সময় কাভার্ড ভ্যানসহ আটক হয়েছেন এক চোরাকারবারী।
আটক ওশান কবির মিলন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানার মুরাদপুর এলাকার অভিযান চালায়। এসময় জব্দ করা হয় ২১৫০ পিস ভারতীয় শাড়ি, ২৫০ পিস ভারতীয় থ্রী-পিস, ৪০ পিস ভারতীয় লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা, ৪৯০০ পিস সানগ্লাস ও ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা। এ সময় মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের হয়েছে।
এর আগে গত শনিবার ভোরে একই এলাকায় পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে ২৭৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধারসহ ২ চোরাকারবারী আটক হয়।