আওয়ামী দুঃশাসনে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে: মিজান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৪, ৩:১০:৩৮ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, “৭ জানুয়ারীর কথিত ডামি নির্বাচনে গঠিত অবৈধ ডামি সরকার আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা রমজান মাসে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। এমনিতেই নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠী কষ্টে দিনাতিপাত করছে। আর সরকার লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে। পুরো বাজার ব্যবস্থাকে দলীয় সিন্ডিকেটের হাতে ছেড়ে দেয়ার কারণে মানুষ রমজান মাসে খেজুরও খেতে পারছেনা। আওয়ামী দুঃশাসনের ফলে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। জাতিকে মুক্ত করতে আওয়ামী বাকশালীদের হঠাতে হবে। হামলা-মামলা, জুলুম-নিপীড়নে আমরা ভীত নই। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে।”
তিনি গতকাল রোববার সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সম্মানে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দোলারবাজার ইউনিয়ন যুবদল নেতা সুরমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ আবু হুরায়রা ছুরত, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন মহি, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আহমদ, মুজাহিদুর রহমান হিরা, কামাল তালুকদার, সামিম আহমাদ, মানিক মিয়া, মুসফিক আহমদ ও মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান ছাতক উপজেলা ও দোলারবাজার ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি