সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারে লুঙ্গি, শাড়ি ও হুইল চেয়ার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৪, ১২:৫০:২২ অপরাহ্ন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে লুঙ্গি, শাড়ি ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে ৭৪০ জনের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কমকর্তা শরীফ উল্ল্যা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, আসাদুজ্জামান সেন্টু, আইন বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, ছাত্রলীগ নেতা ফয়সল আহমেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি