টিলাগড় ক্লাবের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৪, ৮:৩৪:২৫ অপরাহ্ন
সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ক্লাব ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার টিলাগড় পয়েন্টে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক -এর ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক হিরক রঞ্জন দে পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষক সমিতির সভাপতি ও জেলা স্কাউটের কমিশনার এম মামুন উদ্দিন, টিলাগড় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক লাহিন উদ্দিন, ক্লাবের সিনিয়র সদস্য এম জয়নাল আবেদীন, সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মো. জাহেদ চৌধুরী, মহানগর যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. তারেক আহমদ, টিলাগড় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম বখত জেম, ক্লাবের সাবেক ক্যাপ্টেন ও সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রলীগ নেতা আদিত্য ইসলাম সালমান ও মারুফ আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি