‘শেখ হাসিনা দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৪, ৬:০৮:২০ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদ, উৎসব, প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন সময় বর্তমান সরকার সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সারাদেশে চাল বিতরণ করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদ হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ১ নম্বর ওয়ার্ড মেম্বার বেলাল আহমদ।
এদিকে, দক্ষিণ সুরমা উপজেলার ৮টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাউল বিতরণ করেন এমপি হাবিবুর রহমান হাবিব। দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়, উপজেলা পিআইও বাঁধন কান্তি, দক্ষিণ সুরমা থানা ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।
কামালবাজার, মোল্লারগাঁও, তেতলী, লালাবাজার, সিলাম, জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি