সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রাণ গেল বৃদ্ধের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৪, ২:২৮:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারালেন এক বৃদ্ধ। শনিবার বিকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম মিয়া হোসেন (৬৫)। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে একই গ্রামের হেলাল মিয়ার (হ্যালো) বোরো জমিতে মিয়া হোসেনের গরুর ধান খাওয়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মিয়া হোসেন।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।