জৈন্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৪, ৬:২৭:১৭ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় দু’টি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রায় ২০ মিনিট ব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহতদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। ঘিলাতৈল গ্রামের আহত সাঈদুল ইসলাম (৩২)’নামে একজনের পরিচয় পাওয়া গেছে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কদমখাল গ্রামের হারুন আহমদ এবং ঘিলাতৈল গ্রামের সামছু মিয়ার ভাইদের মধ্যে ভারতীয় অবৈধ পণ্যের (চিনি,গরু, মহিষ) ইত্যাদির উপর থেকে নিজপাট ইউনিয়ন পরিষদের রপ্তানি ট্যাক্স আদায় করা কে কেন্দ্র করে বিবদমান দু’টি গ্রুপের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।
এতে সিদ্দিকুর রহমান নামের এক ব্যবসায়ীর দোকানসহ আরও ২টি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পূলিশ ফোর্স ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তিনি জানান, এই ঘটনার সাথে জড়িত উভয় পক্ষের ২ জনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ঘটনার পর আমি সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি । পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।