‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৪, ৫:০৭:০৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে মেজর ইসলামি অর্থনীতি ও ইসলামি ব্যাংকিংয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার অনলাইনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয় পরিবারে সম্পৃক্ত। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আজকের এ অনুষ্ঠানে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং তাদের সুচিন্তিত মতামত এ বিভাগসহ লিডিং ইউনিভার্সিটির উত্তরোত্তর উন্নতিতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি অ্যালামনাইদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে বিভাগকে তাগিদ দেন এবং অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ফজলে এলাহী মামুন।
২০১৬ সালে এম এ প্রোগ্রামের শিক্ষার্থী নুরুল আমিন হেলালীর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় মত প্রকাশ করেন অ্যালামনাই সদস্য সুনিল চন্দ্র দাস, আব্দুল্লাহ আল জুবায়ের, শাহাব উদ্দিন, ইমদাদুল হক নোমানী, পাপিয়া আক্তার, এম. এ মুসা, মো. আব্দুল হাফিজ, বাশুতি চৌধুরী, মোশারফ হোসেন, স্বপন কুমার সরকার, আজির পাশা, মো. মুকিদুর রহমান, সোহেল, আবুল ফয়সাল চৌধুরী, আবুল কালাম, ফয়জুল ইসলাম প্রমুখ।
এতে আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ মামুনুর রশিদ, মো. আবুল কালাম আজাদ এবং সাবেক শিক্ষক ও অ্যালামনাই কামরান হোসেন।