ছাতক উপজেলা নির্বাচনে ১ জনের মনোনয়ন বাতিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৪, ৫:৩২:১১ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করা ১৭ জনের মধ্যে ১ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
গতকাল রোববার মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের শেষ দিনে ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান প্রার্থী ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর মনোনয়ন পত্র বাতিল করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও রিটার্নিং অফিসার।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করা ৭ জনের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম কিরন, মাহমুদ আলী এবং আওয়ামীলীগ নেতা আমজাদ আলীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।