শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৪, ৫:৩৬:৫৯ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে ১২ গ্রামের সহ¯্রাধিক টিনশেডের ঘর, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সহ¯্রাধিক স্থাপনা বিধ্বস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে ফসলাদিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল রোববার বিকাল সাড়ে ৫টা থেকে ঘন্টাব্যাপী ঝড় ও শিলাবৃষ্টিতে এই ক্ষতি হয়। সর্বাধিক ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর হচ্ছে- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা, চৌধুরীপাড়া, মৌলারপাড়, কলোনি, নতুন বাঁশতলা, ঝুমগাঁও পেকপাড়া। কলোনি গ্রামের মাহমুদ আলী বলেন, তিন থেকে চারশো গ্রাম ওজনের শিলাবৃষ্টিতে টিনের চালায় অসংখ্য বড় বড় ছিদ্র হয়ে অধিকাংশ ঘরের মূল্যবান মালামাল বিনষ্ট হয়েছে।
বাঁশতলা গ্রামের আশি বছর বয়সী কৃষক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া বলেন, আমার জীবনে এতো বড় শিলা কখনো দেখিনি। হকনগর বাজারের ব্যবসায়ী আনোয়ার ভুইয়া বলেন, আমাদের বাজারের প্রায় শতাধিক টিনশেডের ব্যবসা প্রতিষ্ঠান শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ভুইয়া ও ধন মিয়া বলেন, শিলাবৃষ্টিতে বাঁশতলা এলাকার অধিকাংশ টিনশেডের বসতঘর, গোয়ালঘরসহ বিভিন্ন স্থাপনা ফুটো হয়ে গেছে।
বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন বলেন, সীমান্তের বাঁশতলা এলাকায় গতকাল শিলাবৃষ্টিতে প্রায় সহ¯্রাধিক টিনশেডের স্থাপনা (চালা) ক্ষতিগ্রস্ত হয়েছে। টিনের চালা ফুটো হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষ।