হবিগঞ্জে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৪, ৬:৩৭:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : হবিগঞ্জে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকালে হবিগঞ্জে দানিছ মিয়া (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত দানিছ মিয়া সাতপাড়িয়া গ্রামের রহিম উল্লাহর ছেলে।
জানা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে দানিছ মিয়া নামে (৫৫) মৃত্যু হয়। দানিছ উপজেলার চলিতাতলা মাদরাসার শিক্ষক।
বাহুবল থানার (ওসি) মোঃ মশিউর রহমান জানান, সোমবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে রবিবার সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে হালেমা খাতুন (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়।