সড়ক দুর্ঘটনায় দোয়ারাবাজার এলজিইডি অফিস সহকারী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ৫:১১:৩৬ অপরাহ্ন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় দোয়ারাবাজার এলজিইডি অফিসের কার্য সহকারী মাহফুজুর রহমান (২৯) মারা গেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে জনতা ব্যাংক ছাতক শাখা থেকে নিজের বেতন ভাতার টাকা উত্তোলন করে কর্মস্থল দোয়ারাবাজারে ফেরার পথে ছাতকস্থ কিবরিয়া কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মাহফুজুর রহমান। বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, ২০২১ সালে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পে (আইপিসিপি) কার্য সহকারী পদে দোয়ারাবাজার প্রকৌশলী অফিসে যোগদান করেন মাহফুজুর রহমান। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার দিলালপুর গ্রামের মাজেদ আলীর পুত্র।
তার মৃত্যুতে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।