সিলেটে খেলাফত মজলিসের ২দিন ব্যাপী তরবিয়তী মজলিস সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৪, ২:২৫:৩৫ অপরাহ্ন
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) বলেছেন, গণতন্ত্র আজ সুদূর পরাহত। সকলক্ষেত্রে বৈষম্য, বিচারহীনতা এবং শোষণ-নির্যাতন বিদ্যমান। এ অবস্থায় আন্দোলন সংগ্রামের কোন বিকল্প নেই। দেশ-জাতিকে রক্ষায় প্রচলিত বুর্জোয়া রাজনীতির বিপরীতে ঈমানী চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক একদল আদর্শ নাগরিক ও নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করছে।
গতকাল শনিবার খেলাফত মজলিসের সিলেট বিভাগের সদস্যদের নিয়ে আয়োজিত ২দিন ব্যাপী তরবিয়তী মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের সভাপতিত্বে ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নানের পরিচালনায় শুক্রবার সকাল ১০টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবজারস্থ একটি কনফারেন্স হলে ২দিন ব্যাপী এই তরবিয়তী মজলিস শুরু হয়।
সংগঠনের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা ও বক্তব্য পেশ করেন সংগঠনের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ডাঃ এ.এ তাওসীফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক বজলুর রহমান। মহাগ্রন্থ আল কোরআনের দারস পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হোসাইন নূরী চৌধুরী, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা সদরুল আমীন, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল চৌধুরী, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন প্রমুখ।-বিজ্ঞপ্তি