চেয়ারম্যান জগনু, সেক্রেটারি লিটন
দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নির্বাচন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৪, ১:০০:৪৮ অপরাহ্ন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের দিরাই-শাল্লাবাসীদের সংগঠন ‘দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার লন্ডন সময় নির্বাচনে জগনু-লিটন পাশা পরিষদ গোলাপফুল মার্কা ও নজরুল-জিয়া-মিজান পরিষদ ছাতা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে মহি উদ্দিন জগনু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে শামসুল আবেদীন জগলু, ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে মো. শাহরিয়ার খোকন, মো. হুমায়ুন খান ও হীরা মিয়া তালুকদার, সেক্রেটারি পদে আজিজুর রহমান লিটন, এসিসটেন্ট সেক্রেটারী পদে অ্যাডভোকেট আল আমিন, ট্রেজারার পদে মিজানুর রহমান সরদার, ওরগানাইজিং সেক্রেটারি পদে কামরুল ইসলাম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি পদে রফিকুল ইসলাম রফি , এডুকেশন এন্ড কালচার সেক্রেটারি মো. ফজলে রশিদ চৌধুরী (রবিন), রিলেশন সেক্রেটারি মো. সিজিল মিয়া, ফান্ডরাইজিং এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি ফয়সল আহমদ , স্পোর্টস এন্ড ইয়ূথ সেক্রেটারি শাহরিয়ার সরদার শাহিন, এক্সিকিউটিভ সদস্য পদে ফয়সল আহমদ চৌধুরী, জাবেদ সরদার, টিপু মিয়া, অ্যাডভোকেট আবুল হাসনাত, ডা. সৈয়দ মাসুক আহমদ, শেখ শাহান তালুকদার, শাহিন মিয়া, সুলেমান কবির ফুলু, আসাদুজামান আক্তার ও মো. লেচু মিয়া নির্বাচিত হন। নির্বাচনে মোট ১ হাজার ৩১৩ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন শেষে চীফ ইলেকশন কমিশনার প্রফেসর ওমর ফারুক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ইলেকশন কমিশনার হিসেবে আব্দুল লতিফ জেপি, আব্দুল মনাফ ও ড. শামসুল হক চৌধুরী দায়িত্ব পালন করেন।
এদিকে, দিরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাড়ল উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।-বিজ্ঞপ্তি