এমসি কলেজের উপাধ্যক্ষের মৃত্যুতে সিসিক মেয়রের শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৪, ৫:০৫:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রফেসর সাইফুদ্দীন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৬ বছর।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর স্বাক্ষরিত এক শোকবার্তায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ। সিলেট অঞ্চলে মেধাবী ছাত্র সমাজ বিনির্মাণে তাঁর অবদান অনস্বীকার্য। প্রফেসর সাইফুদ্দীনের প্রস্থান সিলেটবাসীর জন্য অপূরণীয়। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গতীর সমবেদনা জানান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।