অগ্রণী ব্যাংকের গোডাউনবাজার শাখা নতুন ভবনে স্থানান্তর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৪, ১১:১২:৩০ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে অগ্রণী ব্যাংক পিএলসি গোডাউনবাজার শাখা নবনির্মিত ভবনে নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষ্যে গত বুধবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক রূবানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট পূর্ব অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোর্শেদা আক্তার ।
অগ্রণী ব্যাংক পিএলসি গোডাউনবাজার শাখার ব্যবস্থাপক শাহীনুল হকের সভাপতিত্বে ও দেউলগ্রামবাজার শাখার ব্যবস্থাপক ধ্রুব রঞ্জন রায়ের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট পূর্ব অঞ্চলের সিনিয়র অফিসার দীপক রঞ্জন সরকার।
অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সুফিয়ান, গোডাউনবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মিছবাহ উদ্দিন, ব্যবসায়ী আব্দুল কাদির বেলাল, আব্দুর করিম, হেলাল মিয়া ও ইউপি সদস্য সরোয়ার হোসেন ও বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক দ্বীপ মজুমদার ।
বক্তারা অগ্রণী ব্যাংকের সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও অগ্রণী ব্যাংকের সাথে ব্যংকিং সেবা অব্যাহত রাখবেন বলে অঙ্গীকার করেন। -বিজ্ঞপ্তি।