আইএসপিএবি সিলেট বিভাগের আহবায়ক কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৪, ১০:৩৪:৫৪ অপরাহ্ন
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ২০২৪-২০২৬ কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সিলেট বিভাগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিন মাস মেয়াদি এই কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন অ্য্যরোনেট-এর স্বত্বাধিকারী বাহার হোসেন।
আহ্বায়ক কমিটির অপর সদস্যরা হলেন নাঈমুজ্জামান নাঈম (সিংক আইটি বাংলাদেশ), শাহ আহমেদ রকিব লিটু (সল-বিডি), ওয়াহিদুর রহমান (সিলেট নেট ব্রডব্যান্ড), মো. মাস-উদুর রহমান (মিয়াদ’স এন্টারপ্রাইজ), মৃণাল কান্তি সরকার (সার্চ আইটি), মিজানুর রহমান সোহাগ (স্কাইনেট ব্রডব্যান্ড সার্ভিস), হাবিবুর রহমান হাবিব (সুনামগঞ্জ ব্রডব্যান্ড কমিউনিকেশন), সাকিব আহমদ (এসনেট এন্ড ইলেকট্রনিকস। -বিজ্ঞপ্তি