জকিগঞ্জে আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৪, ৬:২৮:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ২ শিশু মারা গেছে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।
আজ বুধবার (২৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেছুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুলতানপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গৌছ উদ্দিনের মেয়ে ইভা আক্তার (৬) ও ইকরাম উদ্দিনের মেয়ে শুভা আক্তার (৫)।
জানা গেছে, আজ সকাল ১০টার দিকে দুই চাচাতো বোন ইভা ও শুভা আম কুড়াতে গিয়ে বাড়ির পাশে নতুন কাটা পুকুরে পড়ে যায়। তাদের পুকুর থেকে উদ্ধার করে গ্রামবাসী দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী।