গোয়াইনঘাটে নৌকার ইঞ্জিনে ওড়না আটকে নারীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৪, ১:২২:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের বন্যাকবলিত উপজেলা গোয়াইনঘাটে বাড়ি ফেরার পথে নৌকার ইঞ্জিনে ওড়না আটকে শামসুন্নাহার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলার কুরিখলা গ্রামের পাশে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শামসুন্নাহার উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের আরিফ উল্লাহর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুন্নাহার গত বুধবার নিজের মেয়েকে দেখতে উপজেলার ইটাচকি গ্রামে যান। বন্যার কারণে উপজেলার সড়কপথ অনেক স্থানে যান চলাচলে বিঘ্ন হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে নৌকাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন শামসুন্নাহার। এ সময় নৌকার ইঞ্জিনে দুর্ঘটনাবশত ওড়না প্যাঁচ লেগে গলা কাটা পড়ে তাঁর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন। এটা অপমৃত্যুর ঘটনা; বন্যাজনিত দুর্ঘটনা নয়।