বেডফোর্ড আওয়ামী লীগ সভাপতি আজিব উল্ল্যাহর সহধর্মিণীর ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৪, ৮:২৪:৫১ অপরাহ্ন
ডাক ডেস্ক : যুক্তরাজ্যের বেডফোর্ড আওয়ামী লীগের সভাপতি, জগন্নাথপুর উপজেলার গোয়ালকুড়ি (সারেং বাড়ি) গ্রামের স্থায়ী ও বর্তমানে সিলেট নগরীর পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকার অধিবাসী, বিশিষ্ট সমাজসেবী ও কমিউনিটি নেতা মো. আজিব উল্ল্যাহ’র সহধর্মিণী নুরুন নেহার বেগম (৫৮) গত শনিবার বেডফোর্ড সাউথ উইং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা স্থানীয় সময় বুধবার বাদ জোহর বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বেডফোর্ডের নর্সরোডস্থ সেমিট্রিতে দাফন সম্পন্ন হবে।
এদিকে, যুক্তরাজ্য বেডফোর্ড আওয়ামী লীগ সভাপতি মো. আজিব উল্ল্যাহ’র সহধর্মিণীর ইন্তেকালে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে।
পৃথক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।