'পিয়াইন-ধলাই খননের ব্যাপারে গণজাগরণ সৃষ্টি করতে হবে'
দুই কৃতি ব্যক্তিকে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৪, ১:১৪:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ অকাল বন্যার হাত থেকে সীমান্তবর্তী অঞ্চলসমূহ রক্ষায় পিয়াইন ও ধলাই নদী খননের ব্যাপারে গণজাগরণ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, এ দুটি নদী অবিলম্বে খননের উদ্যোগ নেয়া না হলে কোম্পানীগঞ্জসহ সীমান্তবর্তী উপজেলাসমূহের মানুষের বিড়ম্বনার শেষ হবে না।
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে গতকাল বুধবার বিকেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার দুই কৃতি সন্তান সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও আমেরিকা প্রবাসী মোহাম্মদ সৈয়দ আলীর সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেলে সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো: রফিকুল হক। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক মো. তোতিউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নদী খনন না হওয়ায় দফায় দফায় বন্যায় বিপর্যস্ত হচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলা। বন্যার কারণে ফি বছর মানুষ বাস্তুহারা। বাইশ সালের পর থেকে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। এবার পর পর দু’বার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এ উপজেলা। এ অবস্থায় পিয়াইন ও ধলাই নদী খনন করা জরুরী হয়ে পড়েছে।
প্রধান অতিথি অধ্যাপক মো. তোতিউর রহমানও তার বক্তব্যে নদী দুটি খননের ওপর জোর দেন। তিনি আরো বলেন, শ্রম ও মেধা ব্যবহার করে যারা সমাজ এবং মাতৃভূমির উন্নয়নের জন্য কাজ করছেন তাদেরকে মূল্যায়ণ করতে হবে। তিনি বলেন, সাংবাদিক সিরাজের লেখনীতে সমাজের অসঙ্গতি তুলে ধরছেন। পাশাপাশি সৈয়দ আলী প্রবাসে থেকেও এলাকার জন্য কাজ করছেন। সংবর্ধিত দুই ব্যক্তিই সমাজ প্রগতিতে অবদান রাখছেন বলে তিনি মন্তব্য করেন।
সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী ও দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, সমিতির সহ সভাপতি হুমায়ুন কবীর মছব্বির, দাতা সদস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোর্শেদ আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মারজান আহমদ, রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাস্টার নিজাম উদ্দিন, সমিতির নিরীক্ষা কমিটির সদস্য সনজিত কুমার সিনহা, শামীম আজাদ।
মাহমুদুল হাসান নাঈমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব জামাল উদ্দিন, সমিতির ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবুল খায়ের সাজু, আপ্যায়ন সম্পাদক মসরূর আহমদ, যুবলীগ নেতা তজব আলী, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক আকবর রেদওয়ান মনা, মোস্তফানগর ইসলামী যুব সংঘের সভাপতি আবু সিদ্দিক, মাসুদ খান, তাজ উদ্দিন, জাবরুল আহমেদ, সাজ্জাদুর রহমান ও আবু সায়েদ প্রমুখ।