'পানির জায়গায় পানিকে ফিরিয়ে দিতে হবে'
সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিয়ে গোলটেবিল বৈঠক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৪, ১০:০২:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত গোলটেবিল বৈঠকে পানির জায়গায় পানিকে ফিরিয়ে দেয়ার তাগিদ দিয়েছেন। তারা বলেন, এরই মধ্যে সিলেটের অনেক জলাভূমি ভরাট করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর সমালোচনা করে তারা বলেন, বন্যা মোকাবেলায় এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে স্বল্প,মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে।
সিলেট চেম্বারের হল রুমে ‘সিলেটের বন্যা ও জলাবদ্ধতা, বাস্তবতা, কারণ ও করণীয়’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), জালালাবাদ এসোসিয়েশন এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি সিএম কয়েস সামি। প্রধান অতিথি ছিলেন-জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
প্রধান আলোচক ছিলেন-ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য সচিব এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মওলা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি তাহমিন আহমেদ।
ধরার আহ্বায়ক কমিটির সদস্য আবদুল করিম কিমের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন পানি উন্নয়ন বোর্ড, সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার, সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর, আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল হক, দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নুর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. বিজিত কুমার বণিক, শাবির একই বিভাগের অধ্যাপক ড. আহমেদ হাসান নুরী, শাবি’র স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কৌশিক সাহা, শাবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমদাদুল হক, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ফজল খান, পুষ্পায়ন সমাজকল্যাণ পরিষদের সভাপতি আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী এবং গৃহিণী আরিফা সুলতানা পপি।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট্রের সভাপতি মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহ-সভাপতি এজাজ আহমেদ চৌধূরী, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন)-এর নিউইয়র্ক শাখার সদস্য শাহানা বেগম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জফির সেতু, একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ফারুক উদ্দিন, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ, সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদী, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’র সভাপতি কাসমির রেজা, বাঁচাও হাওর আন্দোলনের আহ্বায়ক সাজিদুর রহমান সোহেল এবং আনন্দ নিকেতন স্কুলের সিনিয়র শিক্ষক রিপন চন্দ্র সরকার।