লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের কালচারাল নাইট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৪, ১:৪১:৪৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী অনুষ্ঠিত পর্যটন মেলা পরবর্তী সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কালচারাল নাইট অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার অনুষ্ঠিত কালচারাল নাইটে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড শিল্পীদের পাশাপাশি মঞ্চ মাতিয়ে তুলেছেন বিখ্যাত ব্যান্ড দল ‘ব¬ু জিন’’ এর শিল্পীরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল হালিম, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ট্যুরিস্ট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কালচারাল নাইট প্রোগ্রামটির পৃষ্ঠপোষকতায় ছিল খান অটোস, ড্রিম এসোসিয়েট এবং এইচ বি এভিয়েশন।