দানবীর ড. রাগীব আলীর জন্মদিনে লিডিং ইউনিভার্সিটির শুভেচ্ছা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৪, ৬:১৩:৩২ অপরাহ্ন

ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে লিডিং ইউনিভার্সিটি পরিবার।
গতকাল বৃহস্পতিবার সকালে বিশিষ্ট শিল্পপতি, শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক, নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী, বিশিষ্ট চা শিল্প উদ্যোক্তা ও উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির পক্ষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা এবং কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল হাই, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল-মামুন, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. জাহিদ হাসান, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এইচ. আর.) মো. তাজ উদ্দিন আহমেদ, সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. শহিদুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার (লজিস্টিক) মো. শহিদুল ইসলাম, আইন বিভাগের প্রভাষক মো. আশরাফ উদ্দিন ও মো. রেজাউল করিম এবং সেকশন অফিসার (গবেষণা, ট্রাস্টি বোর্ড) মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন। জন্মদিনে অফুরন্ত শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘ ও সুস্থ কর্মময় জীবন কামনা করেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।