মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ও ওসমানীনগরের স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪, ১:৪৬:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : র্যাবের অভিযানে মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তা এবং ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া গ্রেফতার হয়েছেন। গতকাল সোমবার পৃথক অভিযানে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
র্যাব জানায়, ছাত্র-আন্দোলনের সময় জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় গতকাল সোমবার দুপুরে ইউপি কার্যালয় থেকে গ্রেফতার করে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম সায়েস্তাকে। গ্রেফতারকৃত সায়েস্তা মোগলাবাজার ইউনিয়নের নৈখাই (কুতুবপুর) গ্রামের ইসহাক আলীর পুত্র। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
আমাদের দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের টানা ২ বারের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা ইউনিয়নের নৈখাই গ্রামের বাসিন্দা।
র্যাবের অপর অভিযানে গতকাল সোমবার মহানগরের ক্বিন ব্রিজ এলাকা থেকে গ্রেফতার হয় ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়াকে (৩০)। তার বিরুদ্ধে এসএমপি’র কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।